বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুনাফিক

মারুফ সরকার: | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি ইতিহাসের পট পরিবর্তন কিংবা যে কোন ঘটনার মোড় ঘোড়াতে নায়ক চরিত্রের পাশাপাশি গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করে খলনায়ক। সেই প্রেক্ষাপটকে উপজীব্য করে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুনাফিক’। যাপিতজীবনে মানুষের লোভ, লালসা, হিংসা, বিশ্বাসঘাতকতার মত অপ্রত্যাশিত ঘটনাগুলোতে নায়ক ও খলনায়কের ভ‚মিকাই উঠে এসেছে, এই সিনেমার গল্পে। ১৫ মিনিট ব্যাপ্তির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য নির্মাতা প্রাধান্য দিয়েছেন একঝাক নতুন মুখ। নির্মাতা জুয়েল মাহমুদ বলেন, সবাই গতানুগতিক ধারার বাইরে চলচ্চিত্র নির্মাণের কথা বললেও অনেক ক্ষেত্রেই কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারেন না। আমি চেষ্টা করেছি, দর্শকদের নতুন কিছু উপহার দেয়ার, আশা করি, দর্শক হতাশ হবে না। এ.ভি ব্রডকাস্ট এর প্রযোজনা ও কারিগরী সহযোগিতায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্যে লিখেছেন লিটন হাফিজ চৌধুরী। শীঘ্রই অনলাইন প্ল্যাটফর্মে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন