শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এবার ওয়ানডে পরিবারে পাপুয়া নিউগিনি ও নামিবিয়া

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ৭:৫০ পিএম

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড লিগের দ্বিতীয় বিভাগে দারুণ পারফরম্যান্স দেখানোর পুরস্কারস্বরুপ ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে ওমান এবং যুক্তরাষ্ট্র। তাদের পর এবার আইসিসি ওয়ানডে স্ট্যাটাস পেল পাপুয়া নিউগিনি ও নামিবিয়া।
এখন থেকে টেস্ট খেলুড়ে দলগুলোর সঙ্গে খেলতে পারবে এই চারটি দল। ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য দেশ নামিবিয়ায় অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগে স্বাগতিকরা বড় ব্যবধানে হারায় হংকংকে। নিজেদের ক্রিকেট ইতিহাসের রেকর্ড সংগ্রহ দাঁড় করায় নামিবিয়া। আফিস পার্কে স্টিফেন বার্ড আর জেপি কোটজের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটে তারা তোলে ৩৯৬ রান। জবাবে হংকং করতে পারে ২৪৫ রান। ১৫১ রানের বড় জয়ে ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত করে নামিবিয়া। অন্য ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২২১ রানের সংগ্রহ গড়ে পাপুয়া নিউগিনি। জবাবে মাত্র ৭৬ রানেই গুটিয়ে যায় ওমান। ১৪৫ রানের বড় জয় পায় পিএনজি।
এই আসরে অংশ নিয়েছে ওমান, নামিবিয়া, যুক্তরাষ্ট্র, হংকং, পাপুয়া নিউগিনি এবং কানাডা। এখান থেকে চারটি দেশের ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন