শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আফগান ইস্যুতে ঐকমত্য চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

আফগানিস্তানের সার্বভৌমত্ব, আন্তঃসংলাপ, সন্ত্রাসবাদ, সেনা প্রত্যাহার ও চোরাচালানসহ বিভিন্ন ইস্যুতে ঐক্যমতে পৌঁছেছেন চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। মস্কোতে অনুষ্ঠিত আফগানিস্তান বিষয়ক দ্বিতীয় ত্রিপক্ষীয় সভায় আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও চলমান শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন চীনের বিশেষ দূত দেং শিজুয়ান, রাশিয়ার বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ ও যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমি খলিলজাদ। তিন পক্ষ জোর দিয়ে বলেন যে, তারা আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগলিক অখণ্ডতা এবং দেশটির নিজের উন্নয়ন পথ বেছে নেয়ার অধিকারকে সম্মান করেন। তারা শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে শৃঙ্খলার সঙ্গে ও দায়িত্বশীল উপায়ে দেশটি থেকে বিদেশী সেনাবাহিনী প্রত্যাহারের আহ্বান জানান। একটি ব্যাপকভিত্তিক যুদ্ধবিরতির প্রতি আফগান জনগণের প্রবল ইচ্ছাকে স্বীকার করেন তারা এবং সহিংসতা কমিয়ে আনতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনটি দেশের প্রতিনিধিরা তালেবানদের প্রতি সকল সন্ত্রাসী গ্রুপের সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ ও তহবিল সংগ্রহ প্রতিরোধ করার আহ্বান জানান এবং তালেবান ও আফগান সরকারসহ আফগান প্রতিনিধি দলের মধ্যে শান্তি সংলাপকে উৎসাহিত করেন। তালেবান ও আফগান সরকারকে দেশ থেকে মাদকের হুমকি দূর করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে হবে বলে তারা মনে করেন। এ ধরনের আলোচনা অব্যাহত রাখার পক্ষে মত দেন তিন পক্ষ। এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন