বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তারাবিহ পড়াতে ৩৫ দেশে ইমাম পাঠাচ্ছে সউদী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ৩:২৪ পিএম

বছর ঘুরে আবারও ফিরে আসছে ইসলাম ধর্মাবলম্বীদের সর্বোত্তম পবিত্র মাস রমজান। আসন্ন মহিমান্বিত এই মাসটিতে তারাবির নামাজে ইমামতির জন্য বিশ্বের মোট ৩৫টি মুসলিম প্রধান দেশে অন্তত ৭০ জনের মতো ইমাম পাঠাতে যাচ্ছে সউদী আরব। শনিবার দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল শাইখের বরাতে বিশ্বব্যাপী এই ইমাম পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম ‘দ্য সউদী গেজেট’।
প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের সকল মুসলিম প্রধান দেশগুলোর সঙ্গে সউদী আরবের সম্পর্ক আরও নিবিড় এবং সুদৃঢ় করতে দেশটির রাজ পরিবারের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল শাইখ বলেন, ‘আমাদের মন্ত্রণালয় এখন পর্যন্ত অন্তত ৭০ জনের মতো সউদী ইমামকে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে ইমামতি করার জন্য অনুমোদন দিয়েছে। তবে তারা শুধু এই রমজান মাসটাই সেখানে থেকে দায়িত্ব পালন করবেন।’
সউদী মন্ত্রী আরো বলেন, ‘যদিও এসব ইমামদের ঠিক কোন ৩৫টি দেশে পাঠানো হচ্ছে তা এখনো সম্পূর্ণভাবে নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে রাজ পরিবার থেকে তাদের সিদ্ধান্ত জানানোর পরই জনসম্মুখে এর সম্পূর্ণ ঘোষণা করা হবে।’
মন্ত্রী আবদুল লতিফ আল শাইখ আরও উল্লেখ করেন, ‘এই ৭০ জন সউদীর স্বনামধন্য শরিয়াহ কলেজ থেকে বাছাইকৃত হাফেজে কোরআন। এবারের রমজান মাসে এই ইমামরা বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের সঙ্গে মিশে তাদের ইসলামের সারল্য এবং সঠিকভাবে ধর্ম পালনের বিষয়ে অনুপ্রাণিত করবেন। এসবের পাশাপাশি তারা চাইলে সকলকে সুন্দরভাবে কোরআন তেলাওয়াতের বিষয়েও প্রশিক্ষণ দিতে পারবেন।’
অপরদিকে দেশটির মন্ত্রণালয় সূত্র জানায় রোববার ধর্ম মন্ত্রী আল শাইখ দেশটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এই ইমাম পাঠানোর বিষয়ে সাক্ষাৎ করবেন। যেখানে তিনি রমজানের পাশাপাশি হজ ও উমরাহর বিষয়ে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ABU ABDULLAH ২৮ এপ্রিল, ২০১৯, ১০:২১ পিএম says : 0
অনুরুধ প্রত্যক ইমামের দাঁড়ি যেন নবীজির সুন্নত মত হয়
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন