বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নুসরাত হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষকের এমপিও স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ৮:০৫ পিএম

ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় অভিযুক্ত প্রিন্সিপাল সিরাজ উদদৌলা ও লেকচারার আফসার উদ্দীনের এমপিও স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।রোববার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এই সংক্রান্ত এক নথি অনুমোদন করেন। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানী ও আগুনে পুড়িয়ে হত্যা মামলায় অভিযুক্ত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল এসএম সিরাজ উদদৌলার (ইনডেক্স নং ৩০৪১১১) এমপিও স্থগিত করা হয়েছে এবং নুসরাতকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার সাথে জড়িত একই মাদরাসার ইংরেজী বিষয়ের লেকচারার আফসার উদ্দীনের (ইনডেক্স নং ২০৩০৫০৮) এমপিও স্থগিত করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন