শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তেলের উৎপাদন বাড়াবে না রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্ব›েদ্বর কারণে আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। এর প্রভাবে বৃহস্পতিবার ব্রেন্ট তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি বেড়ে দাঁড়ায় প্রায় ৭৫ মার্কিন ডলার। পরে অবশ্য প্রতি ব্যারেল ব্রেন্ট তেলের দাম কমে দাঁড়ায় ৭২.১৫ ডলার। ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ এনেছে আমেরিকা। পরমাণু গবেষণা নিয়ে ওয়াশিংটনের দেয়া শর্ত মানেনি তেহরান। তাই বিশ্বের প্রথম সারির তেল উৎপাদনকারী দেশটি থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আর এরই প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া। এমনকি তেল উৎপাদন এখনই বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন