মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শপথ নিতে সংসদে গেছেন বিএনপির ৪ এমপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ৫:৩৩ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ৪ এমপি শপথ গ্রহণের জন্য সংসদে গেছেন। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জের হারুনুর রশীদ, আমিনুল ইসলাম, বগুড়ার মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার উকিল আবদুস সাত্তার। দল বর্তমান সংসদে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকলেও তারা শপথ গ্রহণের জন্য সংসদে গেছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Khalidur ২৯ এপ্রিল, ২০১৯, ৫:৫৩ পিএম says : 0
Add ar jonno kisu dekta pari na,apnadar problem ta ki aktu bolen,sob add bondo kora diben,ami jeno add ar na dekta pai
Total Reply(0)
Kamal ২৯ এপ্রিল, ২০১৯, ৬:০২ পিএম says : 0
রাতের ভোটের মতই বিএনপির প্রার্থীদের জোর করে শপথ নিতে বাধ্য করে অনন্য নজির সৃষ্টি করলেন,ভোট ডাকাতেরা ।২৯৪ জন তাদের। বিএনপির মাত্র ৬ জন। তবু বৈধতার জন্য প্রয়োজন অনুভূত হচ্ছে এদেরই শপথগ্রহনের। কারণ এই ৬ জন জেনুইন, এরা কেউ রাতের ভোটে নির্বাচিত না। বি এন পি কতটা প্রয়োজন আওয়ামী লীগ এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জাতিকে।তা না হলে এই ৬ জনকে নেয়ার জন্য এত উতলা হত না! যারা মনে করে বিএনপি শেষ, তারা জানেনা বিএনপি মানে বাংলাদেশ!Copy & Edited
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন