শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাক্কায় আইএসবিরোধী কুর্দিদের অভিযানে সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্র ও রাশিয়ার

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাক ও সিরিয়াতে ইসলামিক স্টেটের ঘাঁটিগুলোতে বেশ শক্ত হামলার সম্মুখীন হচ্ছে আইএস যোদ্ধারা। কুর্দি নেতৃত্বাধীন জোট সিরিয়ার রাক্কার উত্তরে হামলা চালাচ্ছে বলে খবরে বলা হয়েছে। তারা ৩০ হাজার যোদ্ধা নিয়ে এগুচ্ছে বলে অনুমান করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া দু’পক্ষই এই জোটকে সহায়তার আশ্বাস দিয়েছে। অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ বলেছেন, তারাও এই হামলায় সহযোগিতা করতে প্রস্তুত। তবে রাক্কায় অবরুদ্ধ বেসামরিক নাগরিকদের আপাতত ধৈর্য ধরতে হবে বলেই মনে হচ্ছে। অন্যদিকে ইরাক সরকারের প্রতি অনুগত সেনা, মিলিশিয়া বাহিনী ও বিভিন্ন গোত্রের যোদ্ধারা ফালুজা শহরে হামলা অব্যাহত রেখেছে। সিরিয়াতে রাক্কার উত্তরে কুর্দি যোদ্ধাদের হামলার আগে উল্লাস করতে দেখা গেছে। রাক্কায় কার্যত রাজধানী স্থাপন করেছে ইসলামিক স্টেট গোষ্ঠী। কুর্দি নেতৃত্বাধীন জোট সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস এর কমান্ডার বলেছেন তারা আইএস এর কবজা থেকে সিরিয়াকে স্বাধীন করেই ছাড়বেন। ওদিকে, ইরাকি সরকারের অনুগত বাহিনীগুলো ফালুজায় ইসলামিক স্টেটের অবস্থানের উপর দ্বিতীয় দিনের মতো হামলা অব্যাহত রেখেছে। সেখানে র‌্যাপিড রেসপন্স ডিভিশনের কমান্ডার থামের মোহাম্মদ ইসমাইল বলছেন, সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছে। তিনি বলেছেন, তার বাহিনীর দায়িত্ব হচ্ছে দক্ষিণাংশ মুক্ত করা। কোন ধরনের প্রতিরোধ বা হতাহতের ঘটনা ছাড়াই সহজে তারা এগুচ্ছেন বলে তিনি দাবি করছেন। আর সিরিয়াতে রাক্কাহয় সরাসরি হামলা চালানোর জন্য কুর্দিদের ওপর মার্কিন চাপ থাকা সত্ত্বেও শহরের বাইরে উত্তরাংশে হামলা চালাচ্ছে তারা। এই হামলা চলছে রাক্কাহর ৫০ কিলোমিটার দূরে। কারণ কুর্দিরা তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় আগে হামলা ঠেকাতে চায়। সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস-এর কমান্ডার রোজদা ফেলাত বলেছেন আগে কুর্দি জনগোষ্ঠীকে রক্ষা করবেন তিনি। এবং তাতে সফল হলে রাক্কাহর উদ্দেশ্যে যাত্রা সহজ হবে বলে মনে করা হচ্ছে। কুর্দি গোষ্ঠী প্রায় ২৬ হাজার স্কয়ার কিলোমিটার এলাকা ইতিমধ্যেই দখলে নিয়ে নিয়েছে। মার্কিন বাহিনী বলছে তারা কুর্দিদের হামলায় সমর্থন দিচ্ছেন। অপর এক খবরে বলা হয়, মার্কিন নেতৃত্বাধীন জোটের যুদ্ধবিমানগুলো কুর্দিদের এই অভিযানে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। সহায়তার আশ্বাস দিয়েছে রাশিয়াও। সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর রাক্কাহর উত্তরে হামলা চালানোর আগে কুর্দি যোদ্ধাদের উল্লাস করতে দেখা গেছে। রাক্কাহয় কার্যত রাজধানী স্থাপন করেছে ইসলামিক স্টেট গোষ্ঠী। কুর্দি নেতৃত্বাধীন জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস-এর কমান্ডার বলেছেন, তারা আইএসের কবজা থেকে সিরিয়াকে স্বাধীন করে ছাড়বেন। তবে রাক্কাহয় সরাসরি হামলা চালানোর জন্য কুর্দিদের ওপর মার্কিন চাপ থাকা সত্ত্বেও শহরের বাইরে উত্তরাংশে হামলা চালাচ্ছে তারা। এই হামলা চলছে রাক্কাহর ৫০ কিলোমিটার দূরে। কারণ কুর্দিরা তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় আগে আইএসের হামলা ঠেকাতে চায়। সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস-এর কমান্ডার রোজদা ফেলাত বলেছেন, আগে কুর্দি জনগোষ্ঠীকে রক্ষা করবেন তিনি। এই পরিকল্পনায় সফল হলে রাক্কাহর উদ্দেশে যাত্রা সহজ হবে বলে মনে করা হচ্ছে। কুর্দি গোষ্ঠী শহরটির প্রায় ২৬ হাজার স্কয়ার কিলোমিটার এলাকা ইতিমধ্যেই দখলে নিয়ে নিয়েছে। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন