মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাউজানে ষড়যন্ত্রের আগুনে পুড়ল করাতকল

রাউজান উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৯, ৮:৩৬ পিএম

চট্টগ্রামের রাউজানে ষড়যন্ত্রের আগুনে পুড়েছে একটি করাতকল। সোমবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটের সময় উপজেলার বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া গ্রামে এ অগ্নিাকান্ডের ঘটনা ঘটে। ওই করাতকলের মালিক হচ্ছেন আজিজুল হকের পুত্র আবু বাদশা। তিনি জানিয়েছেন, ষড়যন্ত্রমূলকভাবে কেউ তার করাতকলে আগুন লাগিয়ে দিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সোমবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটের সময় অজ্ঞাত সূত্রপাত থেকে আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পড়লে স্থানীয়রা রাউজান ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে একঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। কাগতিয়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সজল কুমার দে বলেছেন, করাতকলের মালিক বাদশা ও স্থানীয় ব্যবসায়ী রাজিব চৌধুরী রাজুর কাঠসহ, জেনারেটর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এই প্রসঙ্গে রাউজান ফায়ার সার্ভিস অ্যন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনলে পুরো কাগতিয়া বাজার রক্ষা পায়। আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন