শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সাকিবের ব্যাখ্যায় ‘সন্তুষ্ট’ বিসিবি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ মে, ২০১৯, ১২:০৪ এএম

বোর্ড থেকে পাঠানো বার্তা পড়েননি সাকিব আল হাসান। তাই জানতেন না বিশ্বকাপ দলের ফটো সেশনের কথা। সে কারণেই আগেভাগে মাঠ ছেড়েছিলেন। ওয়ানডে সহ-অধিনায়কের এই ব্যাখ্যা মেনে নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

আইপিএলের মাঝপথ থেকে গত রোববার দেশে ফিরে পরদিন মাঠে এসেছিলেন সাকিব। কিছু সময় থেকে, সতীর্থদের সঙ্গে দেখা করে ফিরে যান লাঞ্চের আগেই। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অফিসিয়াল ফটোসেশনে বাঁহাতি এই অলরাউন্ডারের অনুপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন বোর্ড প্রধান। গতকাল তিনি জানান, এরই মধ্যে একটি ব্যাখ্যা দিয়েছেন সাকিব, যা মেনে নিয়েছেন তারা, ‘আমাকে বলেছে, বোর্ড থেকে বার্তা পেয়েছে ঠিকই কিন্তু সেটা সে খুলে দেখেনি। তাই জানতো না বিসিবিতে ফটোসেশন আছে। এটাই সে বলেছে। যাই হোক, এটি হতেও পারে। সে বলেছে যে, জানলে অবশ্যই থাকতো।’
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলায় দেশে বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে একদিনও ছিলেন না সাকিব। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে খেলতে আজ সকাল দশটায় দলের সঙ্গে দেশ ছাড়বেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তার আগে গতকাল দুপুরে গনভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছে বিশ্বকাপগামী দলটি। এসময় ভয়ডরহীন ক্রিকেট খেলতে মাশরাফিদের পরামর্শ দেন ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী, ‘আমাদের ক্রিকেট টিমের নাম শুনে সবাই এখন ভয় পায়। টাইগারদের এখন সবাই হিসেব করে চলে।’ ক্রিকেটারদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা কোনো চাপ রাখবে না। তোমরা নিজেদের ওপর আত্মবিশ্বাস রেখে খেলবে। সবসময় মনে করবে- আমরা জিতবো। হারলেও আত্মবিশ্বাস রাখতে হবে। কারণ আত্মবিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যত বেশি কঠিন মুহূর্ত আসবে, তত বেশি মাথা ঠান্ডা রাখতে হবে। দুই একটা ম্যাচ হারলে অনেকে সমালোচনা করবেই। তারা সমালোচনা করুক।’

প্রধানমন্ত্রী ক্রিকেটারদের দেখে-শুনে, বুঝে খেলার পরামর্শও দেন। তিনি পর পর দুই-তিনটা ছক্কা না মারার পরামর্শও দেন ক্রিকেটারদের। এবার নতুন বিবাহিতরা ভালো খেলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা। বিসিবি, কোচ ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রিকেটারদের কোনো চাপ দেয়া যাবে না। ওদের নিজেদের মতো খেলতে দিন। ওরা আত্মবিশ্বাস নিয়ে খেললে জয় আসবেই।’

দলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ক্রিকেটারদের খেলার অবসরে যে কোনো প্রয়োজনে তাকে ফোন দেয়ার পরামর্শও দিয়েছেন শেখ হাসিনা। আজ না হলেও কাল, একদিন না একদিন বিশ্বকাপ জিতবেই বাংলাদেশ, ক্রিকেটারদের নিজের এমন বিশ্বাসের কথাও জানান শেখ হাসিনা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Abir Hossen ১ মে, ২০১৯, ১:৪৩ এএম says : 0
Tobe ami believe korini ja sakib ata janto na.
Total Reply(0)
S M Faysal Khan ১ মে, ২০১৯, ১:৪৩ এএম says : 0
gd oka dekhe mone hoy sotto bolce
Total Reply(0)
Yasin Sem ১ মে, ২০১৯, ১:৪৪ এএম says : 0
একন তাই বলবে
Total Reply(0)
Niloy Ahmed ১ মে, ২০১৯, ১:৪৫ এএম says : 0
সাকিব ফটো সেশনে যায়নি, এর কারণ এই বাংলাদেশ দলে কেউ ওর সাথে বসার যোগ্য নয়। তামিম যা একটু আছে, আর বাকি গুলার কথা আর বলার কিছু নেই। তাছাড়া সাকিব ২ শ ৯৫ কোটি টাকার মালিক! এরকম একটা ধনী প্লেয়ার বাংলাদেশে আরেকটা আছে? সুতরাং বাংলাদেশে হয়ে ওর না খেললেও কিছু আসে যায় না। খেলছে এটাই ভাগ্য ভালো ।
Total Reply(0)
Dewan Nazmul ১ মে, ২০১৯, ১:৪৫ এএম says : 0
আজ বুঝলাম সাকিব যোগ্য মেয়েকেই বিবাহ করেছে যে কি না সাংবাদিকদের বাঁশ দিতেও জানে।
Total Reply(0)
Riazul Islam ১ মে, ২০১৯, ১:৪৬ এএম says : 0
নমিনেশন না পাওয়ার কস্টটা এখনো ভুলতে পারেননি।
Total Reply(0)
Adil Ahnaf Khań ১ মে, ২০১৯, ১:৪৬ এএম says : 0
সাকিবের ব্যাখ্যা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।সাকিব দেশ সেরা খেলোয়াড়,বিশ্বসেরা অলরাউন্ডার । আর একটা ফটোসেশানে অংশ না নেওয়ায় দুনিয়া উল্টে যায় নি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন