বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে আরইবি’র বক্তব্য

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ১২:১১ এএম

“বিদ্যুতের গ্রাহক না হলেও বিলের জন্য হাজতবাস” শিরোনামে বিভিন্ন পত্রিকায় গত ২৪ তারিখে প্রকাশিত সংবাদটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের দৃষ্টিগোচর হয়। এ সংবাদে জনমনে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বিধায় উক্ত সংবাদের প্রকৃত ঘটনা নি¤œরূপ ঃ
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃক প্রকৃত বকেয়াধারী গ্রাহক মো. জামাল উদ্দীন (জালাল), পিতা. মোসলেম উদ্দিন, কাইচান, বিরুনীয়া, ভালুকা, ময়মনসিংহের নামে বিদ্যুৎ আইনে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়। আসামির নামে ওয়ারেন্ট ইস্যু করে ভালুকা মডেল থানায় পাঠায়। ভালুকা মডেল থানা পুলিশ প্রকৃত আসামি মো. জামাল উদ্দিন (জালাল) এর পরিবর্তে মো. জালাল উদ্দিন, পিতা. মোসলেম উদ্দিন, বিরুনীয়া, ভালুকা, ময়মনসিংহ-কে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। গ্রেফতারকৃত মো. জালাল উদ্দিন ৩ (তিন) দিন হাজতবাস করে জামিনে মুক্তি পান। প্রকৃত ব্যক্তিকে গ্রেফতার না করে অন্য ব্যক্তিকে গ্রেফতার করায় জনমনে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী জহিরুল ইসলাম মো. জালাল উদ্দিনের বাড়িতে গিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন। মো. জালাল উদ্দিনের সাথে কথা বলে তাকে সান্তনা দেন এবং দুঃখ প্রকাশ করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান। বিনা অপরাধে হাজতবাসী মো. জালাল উদ্দিনের বাড়িসহ তার গ্রামের প্রায় ২৫টি বাড়িতে বিদ্যুৎ সংযোগও প্রদান করা হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন