বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মে দিবসে রেস্টুরেন্ট বন্ধ, বিপাকে সিলেটে ঘুরতে আসা পর্যটকরা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ মে, ২০১৯, ৬:০৭ পিএম

মহান মে দিবসে বন্ধ সিলেটের সকল ছোট-বড় রেস্টুরেন্ট। জিন্দাবাজারের ব্যস্ততম পাঁচভাই, পানসী, ভোজনবাড়ি, পালকি, সাম্পান, প্রীতিরাজ রেস্টুরেন্টও খুলেনি আজ্য। এতে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন থেকে সিলেটে ঘুরতে আসা পর্যটকরা। বুধবার (১লা মে) সকাল থেকে রেস্টুরেন্টগুলো বন্ধ থাকায় অনেকেই রেস্টুরেন্ট বন্ধ পেয়ে ফিরে যাচ্ছেন। কেউ কেউ পাশের সুপার শপ থেকে খাবার কিনে বাইরে বসে খাচ্ছেন। এদের সাথে কথা বলে দেখা গেছে তাদের বেশীর ভাগই পর্যটক। ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইশতিয়াকের সাথে কথা হলে তিনি জানান- সেমিস্টার ফাইনাল শেষ করে ভোরে সিলেটে এসেছেন। হোটেলে ব্যাগ রেখে নাস্তা করতে এসে দেখেন সব গুলো রেস্টুরেন্ট বন্ধ। এদিকে, বাংলা খাবারের সবকটি রেস্টুরেন্ট বন্ধ থাকলেও খোলা আছে বিভিন্ন হোটেলের অভ্যন্তরীণ রেস্টুরেন্ট এবং চায়নিজ, মিনি চায়নিজ রেস্টুরেন্টগুলো। কিন্তু, এগুলোতে খাবারের দাম তুলনামুলক বেশী হওয়ায় পর্যটকদের জন্য ব্যয়বহুল হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন