শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে আগুনে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২ মে, ২০১৯, ৪:১৬ পিএম

সিলেটের ব্যস্ততম ও বাণিজ্যিক মহাজনপট্টিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আলখাজা মার্কেট নামক পাঁচতলা এই ভবনের আন্ডারগ্রাউন্ডে আগুন লাগে।
তবে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
এ ঘটনায় প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শিমুল মো. রাফি। তিনি জানান- এ মার্কেটের গোডাউনে রং, ক্যামিক্যাল সামগ্রীসহ বিভিন্ন ধরনের জিনিষের গোডাউন ছিল। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজে না লাগলে বড় দুর্ঘটনা ঘটে যেত। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় ভবনটি প্রায় ৫ কোটি টাকা ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
তিনি আরো জানান- আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ খুজে পাওয়া যায়নি। তদন্ত করে দেখা হবে কিভাবে আগুন লাগে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন