শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৪২টি আসনেই জিতবে তৃণমূল, বিজেপি পাবে একটা রসগোল্লা

নির্বাচনী প্রচারণায় মমতা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ১২:১০ এএম

তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ফের আর একবার দাবি করলেন যে, চলতি লোকসভা নির্বাচনে তার দল ৪২টি আসনের মধ্যে সবক’টিতেই জয়ী হবে। বিজেপি একটি আসনও পাবে না। হাওড়া জেলার আন্দুলের একটি জনসভায় লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বক্তৃতা পেশ করার পর তিনি বলেন, “বিজেপি এবারে কোনোভাবেই কেন্দ্রে ক্ষমতায় আসবে না। আমি আপনাদের বলে দিচ্ছি। আর, বাংলায় তো ওরা এবার শূন্য পাবে। গতবার দু›খানা পেয়ে গিয়েছিল। এবারে একটাও পাবে না। বাংলার মানুষ বিজেপিকে চায় না। ওদের নোংরা রাজনীতিকে জবাব দেবে বাংলার মানুষ। বাংলার মা-বোনেরা”।
বিজেপির প্রধান সভাপতি অমিত শাহ কল্যাণীর একটি জনসভায় বক্তৃতা দেন বুধবার। সেখানে তিনি রীতিমত হুঙ্কার দিয়ে জানান যে, “আমরা ক্ষমতায় এলে এনআরসি চালু করা হবে দেশজুড়ে। এবং, তা চালু করা হবে বাংলাতেও। সমস্ত ‘বহিরাগত›রা আসলে ‘উইপোকা’র মতো। তাই তাদের দেশ থেকে তাড়ানো প্রয়োজন। ওরা দেশের সমস্ত সম্পদ কুরে কুরে খেয়ে নেয়”। অমিত শাহের বক্তব্যকে ইঙ্গিত করেই তোপ দাগেন মমতা। তিনি বলেন, ্রঅনেকে বলছে শুনছি, ক্ষমতায় এলে নাকি তারা এনআরসি চালু করবে। আরে, আগে তো ক্ষমতায় আসুক! বাংলা থেকে একটা আসন পাবে না। আমি বলে দিচ্ছি, লিখে রাখুন! আর ক্ষমতায় যদি আসেও, তাহলে আমরাও দেখব ওরা কীভাবে এনআরসি চালু করে! বুঝে যাবে, কত ধানে কত চাল’!

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন