শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাতক্ষীরায় বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ১:৩৬ এএম

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং ক্যলাণ ট্রাস্টে অতিরিক্ত ৪ শতাংশ চাঁদা কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে। মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ কমিটি সাতক্ষীরার আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি পালিত হয়।
সংগঠনটির সাতক্ষীরা শাখার আহবায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব বিএম শামসুল হক, রেজাউল করিম, আব্দুর রাজ্জাক, আমিনুর রহমান, নাসরিন খান লিপি, আমিনুর রহমান উল্লাস, মিজানুর রহমান, মো. আব্দুল্লাহ, ঈদুজ্জামান ইদ্রিস প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৫ এপ্রিল শিক্ষা মন্ত্রানালয়ের এক স্মারকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং ক্যলাণ ট্রাস্টে ৬ শতাংশের স্থলে ১০ শতাংশ চাঁদা কর্তনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বক্তারা এ সময় অতিরিক্ত এই ৪ শতাংশ চাঁদা কর্তনের প্রজ্ঞাপন বাতিলের জোর দাবি জানান।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ সাতক্ষীরার জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন