সিলেট নগরীর উন্নয়ন কাজ তদারকির জন্য একটি বিশেষ টিম গঠন করেছে সিটি করপোরেশন (সিসিক)। এই কমিটিতে সদস্য আছেন পাঁচজন। কমিটিতে প্রধান করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজকে। কমিটির অপর চার সদস্য হলেন সিসিকের সহকারী প্রকৌশলী অরবিন্দু দে, আব্দুস সোবহান, অংশুমান ভট্টাচার্য ও ইসমাইলুর রহমান।
সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, এই বিশেষ কমিটি সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডে সার্বক্ষণিক তৎপর থাকবে। সকল ওয়ার্ডে উন্নয়ন কাজ মান বজায় রেখে হচ্ছে কিনা এবং দ্রুত কাজ শেষ করতে এই কমিটি কাজ করবে। নগরীর কোথাও উন্নয়ন কাজ নিয়ে নাগরিক ভোগান্তি থাকলে কিংবা উন্নয়ন কাজে গাফিলতি থাকলে এই কমিটি তা মেয়রকে অবহিত করবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন