বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : অতিশীপর বৃদ্ধ ও খুব বেশী বয়সের বৃদ্ধার জন্য রোজা রাখা ও না রাখার ব্যাপারে জানতে চাই?

জাকিয়া আক্তার
হারুয়া, কিশোরগঞ্জ।

প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ১:৪০ এএম

উত্তর : সূরা বাকারার ১৮৪ নং আয়াতে ইরশাদ হয়েছে, যারা রোজা রাখতে সমর্থ নয় এমন বৃদ্ধ ও বৃদ্ধার জন্য রোজা রাখতে কষ্টসহ সামর্থবান হওয়া সত্তে¡ও এই সুবিধা দান করা হয়েছে যে, তারা দু’নে রোজা রাখবে না। আর প্রত্যেকটি দিনের রোজার পরিবর্তে একজন গরীব ফকীর ব্যক্তিকে খাওয়াবে। তাদেরকে রোজা কাজা করতে হবে না। সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. সহ হযরত ইমাম আবু হানিফা রাহ. ও ইমাম আওয়ামী রহ. এই অভিমত ব্যক্ত করেছেন। 


প্রমাণপঞ্জি: সুনানে আবু দাউদ, সুনানু দাদে কুতনী : কিতাবুস সাওম।
উত্তর দিয়েছেন : মুমতাজুল ফুকাহা এ কে এম ফজলুর রহমান মুনশী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন