শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রমজান উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় পরিবর্তন

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান মাসে জাতীয় বিশ^বিদ্যালয়ের সকল পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। নতুন প্রকাশিত এই সূচি অনুযায়ী, পরীক্ষা শুরুর সময় যাই উল্লেখ থাকুক না কেন আগামী ৭ জুন থেকে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্র্র্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ সিøপের অনলাইন আবেদন আগামী ২৯ মে বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২ জুন রাত ১২টা পর্যন্ত চলবে বলে জানানো হয়। যে সকল শিক্ষার্থী ১ম ও ২য় মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি/১ম রিলিজ সিøপের মেধা তালিকায় স্থান পায়নি, ভর্তি বাতিল করেছে, ২য় পর্যায়ে নতুন করে প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ উক্ত প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করা হয়েছে সে সকল শিক্ষার্থী ২য় রিলিজ সিøপে আবেদন করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ) থেকে পাওয়া যাবে।
অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে এম এ এস, এডভান্সড এম বি এ, এম ফিল ও পিএইচডি, প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা আগামী ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ) থেকে জানা যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন