মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জাকির নায়েকের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ভারতীয় কৌঁসুলিদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ৩:১৯ পিএম | আপডেট : ১০:৩৯ এএম, ৪ মে, ২০১৯

ইসলাম ধর্ম বিষয়ক বিতর্কিত বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনেছেন ভারতের কৌঁসুলিরা।

বর্তমানে স্বেচ্ছা নির্বাসনে থাকা মি. নায়েকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২.৮ কোটি ডলার (২.১ কোটি পাউন্ড) মূল্যের অবৈধ সম্পদের মালিক।

মি. নায়েক অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।

এছাড়া ভারতীয় কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে 'ঘৃণা উদ্রেককারী' বক্তব্য ছড়িয়ে দেয়া এবং সন্ত্রসবাদকে উস্কানি দেয়ার অভিযোগও এনেছে।

৫৩ বছর বয়সী মি. নায়েক তাঁর টেলিভিশন চ্যানেল 'পিস টিভি'র মাধ্যমে কট্টরপন্থী ইসলামী মতবাদ প্রচার করে থাকেন বলে অভিযোগ রয়েছে।

বাংলাদেশ ও ভারতে পিস টিভির সমম্প্রচার নিষিদ্ধ হলেও বিশ্বব্যাপী এই চ্যানেলের ২০ কোটি দর্শক রয়েছে।

দুবাই ভিত্তিক এই চ্যানেলের মালিকানা ইসলামিক নিসার্চ ফাউন্ডেশন নামের একটি সংস্থার - যেই সংস্থাটির প্রধান জাকির নায়েক নিজেই।

২০১৬ সালের পয়লা জুলাই ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা চালানো বন্দুকধারীদের একজন 'পিস টিভি'র মাধ্যমে হামলায় উৎসাহিত হয়েছিল - এমন অভিযোগ ওঠার পর বাংলাদেশেও পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয়।

বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি আদালতে মি. নায়েকের বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ এনে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করে যে তিনি অপরাধমূলক কর্মকান্ডের মাধ্যমে লক্ষাধিক ডলার অর্থ আয় করেছেন।

সংস্থাটি দাবি করে, মি. নায়েক 'বিতর্কিত এবং সন্দেহজনক উৎস' থেকে পাওয়া অর্থ ব্যবহার করে ভারতে ভূমির মালিক হয়েছেন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য অর্থায়ন করেছেন, যেসব অনুষ্ঠানে তিনি নিজে 'উস্কানিমূলক বক্তব্য' দিয়েছেন।

মি. নায়েক অবশ্য দাবি করেছেন তিনি বৈধ পন্থাতেই অর্থ আয় করেছেন।
কে এই জাকির নায়েক?

ধর্মের প্রতি জাকির নায়েকের মৌলিক ধারণা সবসময়ই বিতর্কিত ছিল।

মুম্বাইয়ের মুসলমান অধ্যুষিত এলাকা ডংগ্রিতে ১৯৬৫ সালে এক ডাক্তার পরিবারে তার জন্ম ।

ডংগ্রি একসময় কুখ্যাত ছিল চোরাকারবারী, অপরাধী জগত এবং গুন্ডাদের আখড়ার জন্য এবং এই এলাকা তার দুর্নাম কখনও কাটিয়ে উঠতে পারেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Mohammed Abdul Malek ৩ মে, ২০১৯, ৬:০১ পিএম says : 0
ইনকিলাব এর এই রিপোর্ট টিই বিতর্কিত । এক ধরনের হলুদ সাংবাদিকতা ।
Total Reply(0)
tik ৩ মে, ২০১৯, ৬:৩৫ পিএম says : 0
এটা কোন ধরনের রিপোর্ট?এভাবে কেও রিপোর্ট লেখে? "ডংগ্রি একসময় কুখ্যাত ছিল চোরাকারবারী, অপরাধী জগত এবং গুন্ডাদের আখড়ার জন্য এবং এই এলাকা তার দুর্নাম কখনও কাটিয়ে উঠতে পারেনি।" আর শেষের এই লাইনটার সাথে জাকির এর সম্পর্ক কি?
Total Reply(0)
উজ্জল ৩ মে, ২০১৯, ৯:২৮ পিএম says : 0
এইরকম কিছু ক্ষেত্রে আমি 'হিটলার'র সাথে একমত পোষণ করছি যে,"কিছু-কিছু দাঙ্গা সুধুমাত্র মিডিয়ার কারণে বেধে থাকে।" যাত্তসব বাযে সাংবাদিকতা!!!
Total Reply(0)
dr.noor muhammad ৩ মে, ২০১৯, ১০:২৮ পিএম says : 0
dr.zakir naek pir pujari na houay ei rokom report.inqila pir pujari tai inqilab k borjon kora ucic.
Total Reply(0)
abul kalam ৩ মে, ২০১৯, ১০:৪২ পিএম says : 0
ইনকিলাব এত নিম্ন ভাষায় মন্তব্যঃ করলো যে কাটকাট কাফেরও লজ্জিত হবে।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন