শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

একুশে টেলিভিশনের অনুষ্ঠান প্রধান হলেন জাহিদ হোসেন শোভন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ১২:৩৭ এএম

অভিনেতা জাহিদ হোসেন শোভন সম্প্রতি একুশে টেলিভিশনের অনুষ্ঠান প্রধান হিসিবে যোগদান করলেন। এর আগে তিনি এশিয়ান টেলিভিশনে ‘হেড অব প্রোগ্রাম’ এবং বৈশাখী টেলিভিশনে ‘ডেপুটি হেড অব প্রোগ্রাম’ পদে দ্বায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ১৯৯৫ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত থাই এয়ারলাইন্সে কর্মরত ছিলেন। জাহিদ হোসেন শোভন জানান, ‘একুশে টেলিভিশনের পরিচালনা পর্ষদ আমার উপর গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব দিয়েছেন। আশা করি মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র ও বিভিন্ন টিভি চ্যানেলের কর্ম অভিজ্ঞতা এবং আমার সহকর্মীদের নিয়ে খুব শিঘ্রই দর্শকদের মানসম্পন্ন অনুষ্ঠান উপহার দিতে পারব। তিনি বলেন ‘দর্শকদের সমর্থনে একুশে টেলিভিশনের পুরোনো ঐতিহ্য ফিরে পাওয়ার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন