বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গণতন্ত্রের মালিক জনগণ : রাহুল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ১২:৩৭ এএম

ভারতের কংগ্রেস দলের সভাপতি রাহুল গান্ধী বৃহস্পতিবার বলেছেন, গণতন্ত্রের মালিক হচ্ছেন জনগণ। তার দলের সরকার কি করবে তা বলে দিতে তিনি জনগণের প্রতি আহŸান জানিয়েছেন। তিনি বলেন, দলটি সে অনুযায়ী কাজ করবে। বৃহস্পতিবার এক নির্বাচনী সমাবেশে বক্তৃতাকালে গান্ধী বলেন, জনগণের ভোটে ক্ষমতায় আসলে কংগ্রেস ভারতে প্রতি মাসে ১২ হাজার রুপির কম আয় করা পরিবারের ব্যাংক একাউন্টে বছরে ৭২ হাজার রুপি জমানো নিশ্চিত করবে। তিনি বলেন, ‘ভুলে যাবেন না যে, আপনারাই গণতন্ত্রের মালিক। আপনারা আমাদেরকে বলবেন আমাদের দলকে কি করতে হবে। আমরা সেই অনুযায়ী কাজ করবো।’ তিনি বলেন, ‘আমি এখানে আমাদের মনের কথা বলতে আসিনি। বরং আপনাদের কথা শুনতে এসেছি।’ গান্ধী বলেন, ভোটের মাধ্যমে ক্ষমতায় আসলে কংগ্রেস বিভিন্ন হাসপাতালে গরীবদের বিনামূল্যে চিকিৎসা সেবা চালু করবে এবং দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে বিভিন্ন জেলায় কারিগরি প্রতিষ্ঠান গড়ে তুলবে। তিনি খুন্তি লোকসভা আসনের ভোটারদের কংগ্রেস প্রার্থী কালীচরণ মুন্ডাকে ভোট দেয়ার আহŸান জানান। তিনি এ আসনে বিজিপির সাবেক মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডার বিরুদ্ধে প্রতিদ্ব›িদ্বতা করছেন। পিটিআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন