শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাকুন্দিয়ায় বজ্রপাতে নারীসহ তিনজন নিহত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ৮:৫১ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে নারীসহ তিনজন নিহত হয়েছে। আজ শুক্রবার পৃথক দুটি বজ্রপাতে ওই তিনজন নিহত হয়। নিহতরা হলেন, উপজেলার চরফরাদী ইউনিয়নের আলগীরচর গ্রামের হালিম উদ্দিনের মেয়ে মোছা.নূর নাহার (৩৫) ও একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে মো.মজিবুর রহমান এবং সুখিয়া ইউনিয়নের কোষাকান্দা গ্রামের আয়েছ আলীর ছেলে আসাদ মিয়া (৪৫)।

জানা যায়, শুক্রবার সকালে চরফরাদী ইউনিয়নের আলগীরচর গ্রামের দুই চাচাতো ভাই বোন নূর নাহার ও মজিবুর রহমান পাশের গ্রামে ধান ভাঙানোর জন্য যায়। ধান ভাঙানো শেষে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় তারা রাস্তার গাছের নিচে গিয়ে আশ্রয় নেয়। এসময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রাঘাতে ঘটনাস্থলেই ওই দুইজন মারা যান।

এ দিকে বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সুখিয়া ইউনিয়নের কোষাকান্দা গ্রামের আসাদ মিয়া বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে যান। এসময় বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আসাদ মিয়া।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বজ্রপাতে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন