মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ধর্ষণের দায়ে আশারামের ছেলেরও যাবজ্জীবন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ১২:৩৭ এএম

১৬ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজা হয় ভারতীয় ধর্মগুরু আশারাম বাপুর। গত বছরের এপ্রিলে এ রায় দেন ভারতের একটি আদালত। এবার বাবার পথ ধরলেন আশারাম বাপুর ছেলে নারায়ণ সাঁইও। ধর্ষণের দায়ে নারায়ণ সাঁইকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন গুজরাট আদালত। ২০০২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত আশারাম বাপুর শিষ্য সুরাটের এক নারীকে ২০১৩ সালে ধর্ষণ করেন নারায়ণ সাঁই। এরপর ওই নারী এবং তার বোন পুলিশের কাছে ২০১৩ সালে অভিযোগ দায়ের করেছিলেন। ওই নারীর অভিযোগ, আশারাম বাপুর সুরাটের আশ্রমে থাকার সময় নারায়ণ সাঁই তাকে নিয়মিত যৌন হেনস্থা করতেন। পরে হরিয়ানার পিপলি থেকে গ্রেপ্তার করা হয় নারায়ণ সাঁইকে। ২০১৩ সালে একটি ধর্ষণের ঘটনায় আশারাম বাপু ও তার দুই সহযোগীকে দোষী সাব্যস্ত করে যোধপুর আদালত। এই মুহূর্তে যোধপুর জেলেই যাবজ্জীবন কারাদÐের শাস্তি ভোগ করছেন এই স্বঘোষিত ‘গডম্যান›। রায়ে আসারামের দুই সহযোগীও দোষী সাব্যস্ত হয়েছে। খালাস পেয়েছেন দুজন। এএনআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন