বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভূমি মাইন বিস্ফোরণে নিহত ১৫

মাওবাদী দমনে ১০ বছরে নিহত ১১২৫ ভারতীয় সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ১২:৩৭ এএম

ভারতে ২০০৯ থেকে মাওবাদী বিদ্রোহী দমন অভিযানে এ পর্যন্ত ভারতীয় নিরাপত্তা বাহিনীর ১,১২৫ জন সদস্য প্রাণ হারিয়েছেন। রাইট টু ইনফরমেশন আইনে এক প্রশ্নের জবাবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। মন্ত্রণালয় বলে, ২০০৯ সালে সবচেয়ে বেশি ২৮৭ জন নিহত হয়। এর পরের বছর নিহত হয় ২৬২ জন। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বাম চরমপন্থী বিভাগ থেকে বলা হয়, এছাড়া ২০১১ সালে ১১২ জন, ২০১২ সালে ১০৮ জন, ২০১৩ সালে ৯৩ জন, ২০১৪ সালে ৮১ জন, ২০১৫ সালে ৩৪ জন, ২০১৬ সালে ৪০ জন, ২০১৭ সালে ৫৭ জন ও ২০১৮ সালে ৫২ জন নিরাপত্তা সদস্য নিহত হয়। ২০১৯ সালের জানুয়ারি মাসে কেউ নিহত হয়নি। অপর এক খবরে বলা হয়, ভারতের মহারাষ্ট্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে গদচিরোলি জেলায় মাওবাদীদের পুঁতে রাখা ভূমি মাইনে দেশটির নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নকশালবিরোধী নিরাপত্তা বাহিনীর ওপর এ যাবতকালের অন্যতম এই ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে বুধবার বিকালে। এর ১২ ঘণ্টা আগে সেখানকার একটি সড়ক অবকাঠামো ঠিকাদার প্রতিষ্ঠানের ৩৬টি গাড়ি অগ্নিসংযোগ করেন মাওবাদীরা। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, জাতীয় মহাসড়কের নির্মাণকাজ চলার সময় এসব গাড়িতে অগ্নিসংযোগ করলে তা তদন্ত করতে যায় কুরখেদা পুলিশ স্টেশনের একটি কুইক রেসপন্স টিম। তারা একটি ব্যক্তিগত পণ্যবহনকারী গাড়িতে করে রওনা দিলে দাদাপুরের সামনে মাইন বিস্ফোরণের কবলে পড়েন। তবে পুলিশের ডিআইজি আনকুশ সিন্ধি বলেন, পুলিশ ওই অগ্নিসংযোগস্থলে যাচ্ছিল না, তারা পুরাদা পুলিশে স্টেশনের দিকে রওনা দিয়েছিল। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন