বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশ্ব শান্তির জন্য একত্রে কাজ করার আহ্বান জাপানের নতুন সম্রাটের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ মে, ২০১৯, ১২:০৮ এএম

বিশ্ব শান্তির জন্য একত্রে কাজ করতে জাপানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির নতুন সম্রাট নারুহিতো। গত বুধবার জাপানের ১২৬তম সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণের পর শনিবার জনসম্মুখে দেয়া প্রথম ভাষণে তিনি এ আহ্বান জানান। এ সময় হাজার হাজার জনতা করতালি দিয়ে ও পতাকা নেড়ে তাকে অভিনন্দন জানান। ৫৯ বছর বয়সী নারুহিতো বলেন, ‘আমি আন্তরিকভাবে আশা করছি যে, আমাদের দেশ বিশ্বের অন্যান্য দেশের সাথে হাতে হাত রেখে বিশ্ব শান্তি ও ভবিষ্যত উন্নয়নের জন্য কাজ করুক।’ এদিন, সকালে কোট পরিধান করে ইম্পেরিয়াল প্যালেসের গ্লাস-বেষ্টিত একটি বারান্দায় হাজির হন নারুহিতো। এসময় তার পাশে সম্রাজ্ঞীসহ রাজপরিবারের অন্য প্রাপ্তবয়স্ক সদস্যরা ছিলেন। তবে সেখানে উপস্থিত ছিলেন না সদ্য অবসর নেয়া সম্রাট আকিহিতো ও সম্রাজ্ঞী মিচিকো। প্রসঙ্গত, ৮৫ বছর বয়সী আকিহিতো হলেন জাপানের প্রথম সম্রাট, যিনি বিগত ২শ’ বছরের বেশি সময়ের মধ্যে স্বেচ্ছায় সিংহাসনের দায়িত্ব ছেড়ে অবসরে গেলেন। এনএইচকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন