মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ছয় দফা দাবিতে জমিয়াতুল মোদার্রেছীনের মানববন্ধন (ভিডিওসহ)

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মে, ২০১৯, ১:০৫ পিএম | আপডেট : ১:৪৯ পিএম, ৫ মে, ২০১৯

অবসর সুবিধা বোর্ড এবং শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট থেকে বেতন কর্তনের প্রজ্ঞাপন প্রত্যাহার, পূর্ণাঙ্গ পেনসন সুবিধা, চাকুরী জাতীয়করণসহ ছয় দফা দাবি জানিয়েছে দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন।

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ঢাকা মহানগরী ও ঢাকা জেলার আয়োজনে এক মানববন্ধনে এ দাবি গুলো জানানো হয়। এরপর ঢাকা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী, ঢাকা মহানগর সভাপতি আ খ ম আবুবকর সিদ্দীক, মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা আবু জাফর মো. ছাদেক হাছান, সহ-সভাপতি ড. মাওলানা নজরুল ইসলাম আল মারুফ।

সংগঠনটির দাবিগুলো হল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের শিক্ষক-কর্মচারীদের বেতন হকে অতিরিক্ত ৪% কর্তনের ১৫ এপ্রিল ২০১৯ তারিখের প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার করা;

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ‘অবসর সুবিধা বোর্ড এবং এবং শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট’ এর মাধ্যমে ভাতা প্রদানের পরিবর্তে পূর্ণাঙ্গ পেনসন সুবিধা চালু করা;

সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ করা; স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে মাসিক বেতন প্রদান করা; অনার্স-মাস্টার্স পাঠদানকারী শিক্ষক ও নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও ভূক্ত করা, সম্মানজনক বাড়িভাড়া, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও মেডিকেল ভাতা প্রদান করা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
মোজাম্মেল হক ৫ মে, ২০১৯, ৫:০৯ পিএম says : 0
দাবিগুলো মেনে নেয়া হোক
Total Reply(0)
সালমান ৫ মে, ২০১৯, ৫:১৪ পিএম says : 0
একটি শ্রেণি সরকারকে বেকায়দায় ফেলতে এবং বিব্রত করতেই বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪শতাংশ কর্তনের পরামর্শ দিয়েছে
Total Reply(0)
জাবেদ ৫ মে, ২০১৯, ৫:১৫ পিএম says : 0
যেখানে বিশ্বব্যাংক শিক্ষাখাতে অর্থ বরাদ্দ বাড়াতে বলছে, সেখানে নতুন করে অর্থ কর্তনের বিষয়টি মেনে নেয়া যায় না।
Total Reply(0)
সাদ্দাম ৫ মে, ২০১৯, ৫:১৬ পিএম says : 0
বিষয়গুলো তুলে ধরায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনকে ধন্যবাদ
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন