শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় জমিয়াতুল মোদার্রেছীনের মানববন্ধন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৫ মে, ২০১৯, ৩:২৪ পিএম

বেসরকারী শিক্ষক কর্মচারী অবসর ও কল্যান তহবিল থেকে অতিরিক্ত ৪% কর্তনের সিদ্ধান্ত বাতিল করা সহ তিন দফা দাবীতে রবিবার খুলনায় মানববন্ধন পালন করে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন।
মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর খুলনা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
মানবন্ধনে ও স্মারকলিপির মাধ্যমে বেসরকারী শিক্ষক কর্মচারী অবসর ও কল্যান তহবিল থেকে অতিরিক্ত ৪% কর্তনের সিদ্ধান্ত বাতিল, মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ করা, শিক্ষার্থী সংকট দূর করার জন্য স্বতন্ত্র এবতেদায়ী শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের আওতাভূক্ত করার দাবি জানান তারা।
মানববন্ধনে মাদরাসা শিক্ষাকে জাতীয় শিক্ষানীতিতে অন্তর্ভূক্তি, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ, সরকারী উদ্যোগে মাদরাসার অবকাঠামো নির্মান, ৬৭টি মাদরাসা অনার্স কোর্স চালুকরণ, ৩০টি মাদরাসায় মাস্টার্স কোর্স চালুকরণ, ৩১টি মাদরাসাকে মডেল মাদরাসা হিসেবে প্রতিষ্ঠাকরণের জন্য বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন খুলনা মহানগর ও জেলা শাখার মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন খুলনা মহানগর সভাপতি মাও: অধ্যক্ষ আ খ ম যাকারিয়া, জেলা সভাপতি মাও: অধ্যক্ষ আব্দুর রহমান, মহানগর সেক্রেটারি ডি এম নুরুল ইসলাম, জেলা সেক্রেটারী মাও: শফি উদ্দিন নেছারী, সদর থানা সভাপতি মাও: মুফতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারী মাও: আসাদুজ্জামান, সোনাডাঙ্গা থানা সেক্রেটারী মুহাদ্দিস আনোয়ার হোসাইন, দাকোপ সভাপতি জি এম মনিরুজ্জামান, বটিয়ঘাটা সভাপতি মাও: বোরহান উদ্দিন, খানজাহান আলী থানা সভাপতি মাও: নাছির উদ্দিন, মাও: সালেহ আহমেদ, কে এম শারাফাত হোসেন, মাও: শাহীন, মাও: সাইদুল ইসলাম, মাও: ইমান উদ্দিন, মাও: মো: রহিম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন