বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফেনী জেলা জমিয়াতুল মোদার্রেছীনের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মে, ২০১৯, ৪:০৪ পিএম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ফেনী জেলা শাখার উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তারা মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে দেয়া স্বারকলিপি ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার এন এম আবদুল্লাহ আল মামুনের হাতে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি মাওলানা হোছাইন আহাম্মদ, সেক্রেটারী মাওলানা নুরুল আফছার ফারুকী, সহ-সভাপতি মাওলানা ছিদ্দিক উল্লাহ, সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইয়াকুব ফারুকী, সেক্রেটারী মাওলানা আবদুল লতিফ , দাগনভূইয়া জমিয়তের সভাপতি মাওলানা আবুল কালাম আযাদ, সেক্রেটারী মাওলানা ফারুক আহাম্মদ,ফুলগাজী জমিয়তের সভাপতি মাওলানা একেএম আলতাফ হোসেন, পরশুরাম জমিয়তের সভাপতি মাওলানা নুরুল ইসলাম,সেক্রেটারী মাওলানা নুরুল আলম, সোনাগাজী জমিয়তের সেক্রেটারী মাওলানা মো: ইলিয়াছ সহ জেলা সদর, উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। স্বারকলিপিতে তারা উল্লেখ করেন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাষ্টের শিক্ষক কর্মচারীদের বেতন হতে অতিরিক্ত ৪% কর্তনের প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী “অবসর সুবিধা বোর্ড এবং শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাষ্ট” এর মাধ্যমে ভাতা প্রদানের পরিবর্তে পূর্ণাঙ্গ পেনশন সুবিধা চালু করতে হবে। সকল বেসরকারী শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণ করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে মাসিক বেতন প্রদান করতে হবে। অনার্স-মাস্টার্স পাঠদানকারী শিক্ষক ও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করতে হবে। সম্মানজনক বাড়িভাড়া,পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও মেডিকেল ভাতা প্রদান করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন