মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কংগ্রেসের রোষানলে অমিতাভ

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারের দুই বছর পূর্তি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ভারতের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের থাকা নিয়ে ক্ষেপে উঠেছে কংগ্রেস। আগামীকাল ২৮ মে দিল্লির ইন্ডিয়া গেটে মোদি সরকারের দুই বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওই অনুষ্ঠানে অমিতাভ বচ্চন উপস্থাপক থাকবেন বলে শোনা যাচ্ছিল। তবে এর আগেই পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম থাকার প্রসঙ্গে তুলে অমিতাভ বচ্চনকে এজন্য একহাত নিয়েছে কংগ্রেস। সেইসঙ্গে মোদিকেও ধুয়ে দিয়েছে দলটি। গত বুধবার (২৫ মে) কংগ্রেসের মুখপাত্র রনদীপ সূর্যিওয়ালা বলেন, অমিতাভকে একজন অভিনেতা হিসেবে সব ভারতীয় ভালবাসেন। কিন্তু মোদির কাছে প্রশ্ন তিনি প্রতিজ্ঞা করেছিলেন কালো টাকা ফেরত আনবেন। এর সঙ্গে জড়িতদের শাস্তি দেবেন। কিন্তু অর্থ পাচারের সঙ্গে জড়িত অভিযুক্তকে তার অনুষ্ঠানের উপস্থাপক করে তিনি কি বার্তা দিতে চান। তবে বিজেপি নেতা শাহনেওয়াজ হুসাইন পাল্টা তোপ দেগেছেন। তিনি কংগ্রেসকে উদ্দেশ্য করে বলেন, বিগ বি একজন সুপারস্টার। মানুষ তাকে রাহুল গান্ধীর চেয়ে বেশি ভালবাসে। কংগ্রেস ঈর্ষায় এটা দেখার প্রয়োজন মনে করে না।
এদিকে, অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন বলেছেন, তার বাবা কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন না। তিনি ওইদিন মেয়ে শিশুদের শিক্ষা বিষয়ে কথা বলতে একটি পর্বে অংশ নেবেন। এক নতুন সকাল শিরোনামে শনিবারের ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নেবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বলিউড স্টার অনিল কাপুর, অনুপম খের ও জুহি চাওলাসহ অনেকের। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন