বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফণী সামলাতে আমরা একাই পারি -মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ৪:৪৬ পিএম

ফণীর সময় পশ্চিমবঙ্গ রাজ্যে সভা করার কথা থাকলেও তা বাতিল করে দিয়েছিলেন মোদি। সোমবার রাজ্যে এসে মমতাকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ফণী নিয়েও রাজনীতি করছেন দিদি। দুবার ফোন করা সত্বেও কোনও জবাব দেননি।’ এমনকী সোমবার নির্বাচনী প্রচারসভায় এসে কলাইকুণ্ডায় রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকও করতে চান তিনি। কিন্তু ভোটে অফিসাররা ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি।

আর তা নিয়েও আক্রমণে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গোপীবল্লভপুরের সভা থেকে মোদিকে আক্রমণ করে তিনি বলেন, ‘আপনাকে প্রধানমন্ত্রী মানি না। নির্বাচনী প্রচারে এসে বৈঠকে বসবেন, আর ক্ষির খাবেন আমি কত কাজ করেছি বলে, তাই না?’ সেইসঙ্গে মমতা জানিয়ে দেন, ‘ফণীর সময় আমি কলকাতায় নয়, খড়গপুরে ছিলাম। তাহলে মিথ্যে বলছেন কেন?’ সেইসঙ্গে মমতা বলেন, ‘এত বন্যা হল, কই সাহায্য তো করেননি। আমি নিজে গিয়েছি, তাও সাহায্য পাইনি। এখন নির্বাচনের জন্যে সাহায্যের নামে রাজনীতি করছেন। কোন কাজকর্ম নেই। দিদির নখের যোগ্য কাজও করতে পারবেন না আপনি।’

নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ করে তিনি বললেন, ‘বাংলাই এবার দিল্লিতে সরকার গড়ার মূল কারিগর হবে। আপনার শুধু ৪২টা আসন আমাকে দিন।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘দিল্লিতে বসে গুন্ডারা সরকার চালাচ্ছে। এর অবসান আমরা করবই।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন