শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রমজানকে স্বাগত জানিয়ে নেটিজেনদের শুভেচ্ছা

আব্দুল মোমিন | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ৯:০৩ পিএম

আহলান সাহলান, মোবারক হো মাহে রমজান। খোশ আমদেদ মাহে রমজান। আজ সোমবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। কাল মঙ্গলবার থেকে রোজা। রোজা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ইবাদত। যার জন্য প্রায় এক বছর অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। তাই পবিত্র রমজানের চাঁদ ওঠার সাথে সাথে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই। রোজাকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শুভেচ্ছা বিনিময়, রহমত বরকত ও মাগফিরাত কামনা। আত্মসুদ্ধির অর্জনের মাধ্যমে সুখ শান্তি ও সমৃদ্ধ কামনা করছেন বিশ্বাসীরা।

আজ (সোমবার) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় রোজার তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, বাংলাদেশে আকাশে ১৪৪০ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে মঙ্গলবার (৭ মে) থেকে রমজান মাস গণনা শুরু হবে। আজ রাত থেকে তারাবির নামাজ শুরু হচ্ছে। আজ সেহরি খেয়ে ধর্মপ্রাণ প্রাপ্তবয়স্ক মুসলমানরা রোজা রাখরেন।

রমজানকে স্বাগত জানিয়ে বিশিষ্ট সাংবাদিক মানিক মুনতাসির লিখেছেন, ‘‘আসসালামু আলাইকা আল হেলাল ! আসুন রমজানকে আত্মশুদ্ধির মাস হিসেবে গ্রহণ করি !!’’

ফেসবুক ব্যবহারকারী রাকিব আহমেদ লিখেছেন, ‘‘হে আল্লাহ তুমি আমাদের সবাইকে রোজার মূল উদ্দেশ্য বুঝে
সবগুলো রোজা যথাযথ ভাবে পালন করে এই পবিত্র ও বরকতময় মাস থেকে রহমত, মাগফিরাত ও নাজাত লাভের পাশাপাশি তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করিও। আমিন।’’

‘‘আসসালামু আলাইকুম, খোশ আহমেদ মাহে রমজান। ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের নিরবিচ্ছিন্ন রমজান পালনের আহ্বান রইল’’ লিখেছেন ইউসুফ আলী।

মোহাম্মাদ জেরি লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ ইবাদাতের মধ্যে সবচেয়ে দামী ইবাদত হচ্ছে"রোজা"আসুন আমরা সবাই রোযা পূর্ণ করে জীবনকে সুখী সুন্দর করি।’’

‘‘রোজায় এক ফরজ কিন্তু এই রমজানে পুরা মাস ইবাদাতে কাটাতে পারলে জীবনের সব গুনা মাপ করে নেওয় একটা সহজ পথ’’ মন্তব্য মুজিবুর রহমানের।

মোবারক আলী মোরল প্রার্থনা করে লিখেছেন, ‘‘হে আমার আল্লাহ আমি নিয়ত করিতেছি এই রমজানের সবকটি রোজা রেখে নামাজ পড়ে তোমাকে যেন রাজি খুসি করাতে পারি সেই তৌফিক আমাকে দিও।’’

আহমেদ সুমন লিখেছেন, ‘‘খোশ আমদেদ মাহে রমজান। মুসলিম উম্মার কাছে রহমত, মাগফিরাত ও নাযাতের অমিয় বার্তা নিয়ে এলে পবিত্র মাহে রমজান।’’

ফেসবুকে মোহাম্মাদ নাজমুল ইসলাম লিখেছেন, ‘‘অাল্লাহ সবাইকে রমজানে রোজা রাখার এবং নামাজ পড়ার সৌভাগ্য দান করুন। অার হতে পারে কারো জীবনে এটাই শেষ রমজান তাই সবাই ইবাদাত করে পূর্বের সব গুনাহ্ থেকে মাফ চাও। অাল্লাহ সবার নেক হায়াত বাড়িয়ে দিন আমিন।।’’

‘‘অভিজ্ঞতা বলতে অনেক ছোটবেলা থেকেই রোজা রাখছি! দিন ছোটও দেখেছি আবার এখনকার বড়দিনগুলোও দেখেছি, সবই সমান মনে হয়! রোজা রাখলে নিজেকে কেন জানি বিশুদ্ধ মনে হয়! খুব উপভোগ করি’’ লিখেছেন আমির হোসেন ।

মো. আশরাফ আহ্বান জানিয়ে লিখেছেন, রমজানুল মোবারক জানায় সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইবোনকে,,,,আসুন আমরা সকলে প্রতিজ্ঞা করি এই রমজানে শয়তানের সকল প্ররোচনা থেকে মুক্ত থাকি,,,সেই ধারাবাহিকতা সবসময় বজায় রাখি,,,।’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন