শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড ও জেল কর্তৃপক্ষের মতবিনিময় সভা

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জেলখানায় আটক দরিদ্র ও অসহায় বন্দিদের আইনগত সহায়তা সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড ও জেল কর্তৃপক্ষের প্রদানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান বিচারপতি এম, ইনায়েতুর রহিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ,এম মাহাবুদ্দিন খোকন, কারা উপ-মহাপরিদর্শক এ,কে,এম ফজলুল হক, হাইকোর্ট বিভাগের অতিরিক্তি রেজিস্ট্রার সাব্বির ফয়েজ, মানুষের জন্য ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর রুমা সুলতানা, সদস্য সচিব টাইটাস হিল্লোল রেমা, সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটির কো-অর্ডিনেটর রিপন পাল স্কো প্রমুখ। এসময় বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেন, বিদ্যমান ব্যবস্থায় জেলে আটক কয়েদীর মধ্যে রাষ্ট্রীয় এই সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, হাইকোর্ট বিভাগে দায়েরকৃত মামলার ফলোআপ জানানো, কারাগার পরিদর্শনসহ সার্বিক বিষয়গুলো নিয়ে কারা কর্তৃপক্ষের সাথে এই বৈঠকের আয়োজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন