শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শাহ আমানতে ২৪টি স্বর্ণবারসহ চীনা নাগরিক আটক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ২:২১ পিএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকালে চীনের এক নাগরিকের কাছ থেকে ২৪ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসময় ওই যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটক চীনের ওই নাগরিকের নাম ফান রঙ্গুই।
বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার নুরউদ্দিন মিলন জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-১৪৮) চীনের এই নাগরিক দুবাই থেকে চট্টগ্রামে আসেন। সকাল ৭টা ১০ মিনিটে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। ওই যাত্রীর লাগেজ স্ক্যানিংয়ের সময় তাতে সন্দেহজনক বস্তুর উপস্থিতি পাওয়া যায়। কাস্টমসের উপ-কমিশনার জানান, লাগেজের ভেতরে একটি চার্জার লাইটের ভেতরে ২৪ পিস স্বর্ণের বার পাওয়া গেছে। জব্দ বারের ওজন ২ কেজি ৮০০ গ্রাম। তার বিরুদ্ধে মামলা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন