শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মতলবে ১০৭ বিদ্যালয়ে ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ৪:০০ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে। বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এড.নুরুল আমিন রুহুল।
মতলব উত্তর পরিষদ মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার পরিচালনায় বিতরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ওসি মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এড. মহসিন মিয়া মানিক, সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহির হোসেন, বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার প্রমূখ। ১১ কোটি টাকা ব্যয়ে উপজেলার ২৮টি গ্রামে ৭০ কিলোমিটার বিদ্যুতায়নের আওতায় আনা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন