বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ওসমানীনগরে মিষ্টির হাড়িতে বিড়াল ছানা!

৩০ হাজার টাকা জরিমানা

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ৬:০৪ পিএম

সিলেটের ওসমানীনগরে মিষ্টির হাড়িতে বিড়াল ছানা পরে যাওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি মিষ্টির দোকান থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল বুধবার দুপুরে উপজেলার গোয়ালাবাজার মালঞ্চ মিষ্টি ঘরে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক জাহাঙ্গির আলম। অভিযান কালে উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার এসআই সুজিত কুমার চক্রকর্তী।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোক্তা অধিকার অভিযানের সত্যতা নিশ্চিত করে ওসমাননগর থানার এস আই সুজিত চক্রবর্তী বলেন, বিড়াল ছানা মিষ্টির গরম হাড়িতে পরে যাওয়া, অস্বাস্থ্যকর পরিবেশ ও পুরাতন তেল ব্যবহারের কারণে মালঞ্চ মিষ্টি ঘরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বিড়ালছানা সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন