শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : রোজাদারগণ যে দ্বারপথে জান্নাতে প্রবেশ করবে, তার সম্পর্কে জানতে চাই?

ইমরান হুসাইন
বংশাল, ঢাকা।

প্রকাশের সময় : ৯ মে, ২০১৯, ১২:১৮ এএম

উত্তর : হাবীবে কিবরিয়া হযরত মোহাম্মাদুর রাসূলুল্লাহ সা. বলেছেন, জান্নাতে একটি দরজা আছে, তাকে রাইয়্যান বলা হয়। এই দ্বারপথে কিয়ামতেরদিন কেবলমাত্র রোযাদার লোকেরাই জান্নাতে প্রবেশ করবে। তাদের ছাড়া অন্য কেউ এই পথে প্রবেশ করবে না। সে দিন এই বলে আহ্বান করা হবে, রোযাদাররা কেথায়? তারা যেন এই দ্বারপথে জান্নাতে প্রবেশ করে। এভাবে সকল রোজাদার প্রবেশ করার পর দরজাটি বন্ধ করে দেয়া হবে। তারপর এই পথে আর কেউই প্রবেশ করবে না। মনে রাখা দরকার যে, রাইয়্যান শব্দের অর্থ হলো, সদা প্রবহমান, প্রস্রবন। যে এই প্রসৃবণের পানি পান করবে, সে কোনোদিনই পিপাসার্ত হবে না। 


প্রমাণপঞ্জি : সহীহ বুখারী ও সহীহ মুসলিম : কিতাবুস সাওম।
উত্তর দিয়েছেন : মুমতাজুল ফুকাহা এ কে এম ফজলুর রহমান মুনশী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন