কুমিল্লার তিতাস উপজেলায় ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির আওতায় লাইফস্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন অপারেশনাল প্লানের প্রভিশন মতে গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে নিরাপদ খাদ্য নিশ্চিতকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, তিতাস থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম, কুমিল্লা জেলা জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঁইয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ, ডা. তানিয়া ফেরদৌস সেতু।
আরো উপস্থিত ছিলেন, মোঃ ফাইজুর ইসলাম (এমআইইপিআই), মোবারক হোসেন (সিএইচসিপি)। কর্মশালায় বক্তারা বলেন, ফরমালিনমুক্ত খাবার আমাদের দেখে শুনে খেতে হবে তা না হলে সকলে শারিরিকভাবে অসুস্থ হয়ে পরতে হবে। নিরাপদ ও পুষ্টিকর খাবারই আমাদের শারিরিকভাবে সুস্থ রাখবে তাই সকলের প্রতিনিয়ত নিরাপদ ও পুষ্টিকর খাবার খেতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন