ফরিদপুরের মধুখালী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মে মাসের সভাসহ এ মাসের ১১টি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মো. রেজাউল হক বকু, মধুখালী সার্কেল সহকারী পুলিশ সুপার মো. আনিসুজ্জামান লালন, পুলিশ পরিদর্শক মধুখালী থানা (তদন্ত) সাইফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা, মধুখালী প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক শাহজাহান হেলাল, সাংবাদিক বিপ্লব চৌধুরী, মুহাম্মাদ মিজানুর রহমান সরদার, ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুরশিদ আলম মাসুম, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল হাসান টিপু, আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মোল্যা। বিভিন্ন দপ্তর প্রধান ও সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন । উপজেলার আইন শৃঙ্খলা সাভাবিক থাকায় সভায় সন্তোষ প্রকাশ ও বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন