মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

হোসেনপুরে নকল জুসের কারখানায় অভিযান

হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবদদাতা : | প্রকাশের সময় : ১০ মে, ২০১৯, ১২:০৪ এএম

কিশোরগঞ্জের হোসেনপুরে ভিত্তিতে নকল জুস তৈরির কারখানায় অভিযান চালায় র‌্যাব। ৬ ঘণ্টার এই অভিযানে ধ্বংস করা হয়েছে বিপুল পরিমাণ নকল জুস, চিপস, পটেটো কেকার্স, লিচু, হর্স পাওয়ার নামক কোমল পানীয়। র‌্যাবের এ অভিযানে অংশ নেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমল কুমার ঘোষ ও সহকারী কমিশনার (ভ‚মি) ওয়াহিদুজ্জামান।
গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের মধ্য আড়াইবাড়িয়া এলাকায় গত বুধবার এ অভিযান পরিচালনা করেন র‌্যাব-১৪ সিপিসি কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার বিএনএম শোভন খান। সূত্রে জানা যায়, মধ্য আড়াইবাড়িয়া এলাকার মৃত আশু খানের দু’ছেলে বুরহান খান ও সৈয়দ হোসেন খান মিলে বাড়ির ভিতর টিন শেডের বাউন্ডারি দিয়ে ঘেরা ঘরে ক্ষতিকর রং মিশ্রিত নকল জুস দীর্ঘ দিন যাবৎ তৈরি করে আসছিলেন। অভিযানের সময় কারথানা মালিক বুরহান ও সৈয়দ হোসেন পালিয়ে গেলেও বুরহানের স্ত্রী হ্যাপি আক্তার (৪৫) কে ভোক্তা আইনে এক বছরের জেল, দুই লক্ষ টাকা জরিমানা করেন এবং জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন