শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : রোজাদারকে ইফতার করানোর সওয়াব সম্পর্কে যা কিছু বর্ণনা রয়েছে, তা কি সঠিক?

আহমাদ উল্লাহ
চর রমনীমোহন, লক্ষ্মীপুর।

প্রকাশের সময় : ১০ মে, ২০১৯, ১:১৯ এএম

উত্তর : কোন রোজাদারকে ইফতার করানো বড়ই সওয়াবের কাজ। এ প্রসঙ্গে বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. সুস্পষ্টভাবে বলেছেন, ক. যে লোক একজন রোজাদারকে ইফতার করাবে, তার জন্য সেই রোজাদারের মতোই সওয়াব দেয়া হবে। কিন্তু তাতে মূল রোজাদারের শুভ প্রতিফল এক বিন্দু কম হবে না। খ. রাসূলুল্লাহ সা. অপর এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে কিছু হালাল জিনিস খাইয়ে ও পান করিয়ে ইফতার করায় ফেরেশতাগণ রমজান মাসভরে তার প্রতি রহমত বর্ষণ করেন এবং হযরত জিব্রাঈল আ. কদর রাত্রিতে তার জন্য দোয়া করেন। 


প্রমাণপঞ্জি : মুসনাদে আহমাদ, জামে তিরমিজী।
উত্তর দিয়েছেন : মুমতাজুল ফুকাহা এ কে এম ফজলুর রহমান মুনশী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন