শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অয্যোধ্যা মামলায় ১৫ আগস্ট পর্যন্ত সময় মঞ্জুর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০১৯, ৩:৫৮ পিএম

ভারতে বিখ্যাত অযোধ্যার বিতর্কিত জমি আদতে কার, সে ব্যাপারে কোনও রায় দিল না দেশটির সুপ্রিম কোর্ট। বরং, এ ব্যাপারে যারা মধ্যস্থতা করছেন, সেই প্যানেলের দাবি মেনে নিয়ে রিপোর্ট দেয়ার জন্য তাদের সময়সীমা বাড়িয়ে ১৫ অগস্ট করল ভারতের শীর্ষ আদালত।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ শুক্রবার মধ্যস্থতাকারীদের প্যানেলকে বাড়তি সময় মঞ্জুর করতে গিয়ে বলেছে, ‘প্যানেল সময় চেয়েছিল। দেয়া হল।’

প্রধান বিচারপতি ছাড়াও শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি এস এ ববদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এস আবদুল নাজির। এর আগের শুনানিতে সুপ্রিম কোর্ট কয়েক দশকের ওই বিরোধ মেটানোর জন্য বিচারপতি এফ এম কলিফুল্লাকে প্রধান করে মধ্যস্থতাকারীদের একটি প্যানেল গড়ে দিয়েছিল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন