শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিতব্য সিনেমার বাজেট ৪০ কোটি টাকা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০১৯, ১২:০৪ এএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিতব্য চলচ্চিত্রের শূটিং এ বছরের নভেম্বরে শুরু হবে। মুজিববর্ষ ২০২০-২১ শেষ হওয়ার আগেই এই চলচ্চিত্রের মুক্তির ব্যাপারে সম্প্রতি বাংলাদেশ-ভারত কর্মকর্তা পর্যায়ের এক সভায় এ ব্যাপারে সম্মতি জ্ঞাপন করা হয়। বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও সংগ্রামের ওপর ভিত্তি করে ১৮০ মিনিটের চলচ্চিত্রটির পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়েছে শ্যাম বেনেগালকে। আর অতুল তিওয়ারী নির্বাচিত হয়েছেন পান্ডুলিপি লেখক হিসেবে। সভায় ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল জানান, চলচ্চিত্রের পান্ডুলিপি লেখক অতুল তিওয়ারী এই প্রকল্পের পটভ‚মি গবেষণার কাজে বাংলাদেশ সফর করবেন। এ কাজে তাকে সহায়তা করবেন বাংলাদেশের পিপলু খান। উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গে শ্যাম বেনেগাল বৈঠকেও করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, এই চলচ্চিত্রের জন্য বেশিভাগ অভিনেতা-অভিনেত্রী নেওয়া হবে বাংলাদেশ থেকে এবং শিগগিরই আমরা অভিনেতা-অভিনেত্রী খোঁজার কাজটি শুরু করবো। দিল্লীতে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভীর নেতৃত্বে ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও তথ্যসচিব আব্দুল মালেক এবং ভারতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন তথ্য ও সম্প্রচার সচিব অমিত খারে। উল্লেখ্য, ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর একটি বায়োপিক নির্মাণে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। ইতোমধ্যে সিনেমাটির বাজেট চ‚ড়ান্ত করা হয়েছে। বাজেট করা হয়েছে ৩৫ কোটি রুপি, যা বাংলাদেশের হিসাবে প্রায় ৪০ কোটি টাকা। যৌথ প্রযোজনার সিনেমাটিতে ভারত ৪০ ও বাংলাদেশ ৬০ শতাংশ নির্মাণ ব্যয় বহন করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
A Rahman Shishir ১১ মে, ২০১৯, ১০:০৬ এএম says : 0
মাত্র ৪০ কোটি টাকা!!! ৪০ হাজার কোটি টাকা হলেও কোনো সমস্যা নাই। প্রয়জনে তিন বেলার পরিবর্তে আমরা দুই বেলা খাবো।
Total Reply(1)
Mohammad shariful islam ১১ মে, ২০১৯, ১১:২২ এএম says : 4
বাংলাদেশ ব্যাংকের সব টাকা দিয়ে দিক, প্রয়োজনে না খেয়ে মরে যাব কি বলেন ?
জহির আহমেদ রাজিব ১১ মে, ২০১৯, ১০:০৭ এএম says : 0
সারা দেশে জুট মিলের শ্রমিকরা রোজার মাসে তাদের বকেয়া টাকা পাওয়া জন্য শিল্প নগরীতে অবরোধ আন্দোলন ! তারা কি জাতির পিতার সন্তান না ? জাতির পিতা আমাদের কি এই শিখিয়েছেন ? এই ৪০ কোটি তাদের বকেয়া পাওনা পরিশোধ করলে জতির পিতার হাজার হাজার সন্তানের কত-ই না উপকার হতো !
Total Reply(0)
Mamun ১১ মে, ২০১৯, ১০:০৮ এএম says : 1
এই টাকায় স্বাধীনতার মহান স্থপতির নামে একটা মসজিদ করে দিলে কিয়ামত পর্যন্ত ছদকায়ে জারিয়া পেত।
Total Reply(1)
Mohammad shariful islam ১১ মে, ২০১৯, ১১:১৯ এএম says : 4
এগুলো তারা বিশ্বাস করে নাকি ?
Md Ashik ১১ মে, ২০১৯, ১০:১৮ এএম says : 0
আর একটু বাজেট বাড়ায়লে ভাল হতো না,, গুনী জন বলে কথা
Total Reply(0)
Abu Bakar ১১ মে, ২০১৯, ১০:১৯ এএম says : 0
এত কম টাকায় ভাল সিনেমা হবে না!
Total Reply(0)
Rony Redwan ১১ মে, ২০১৯, ১০:২১ এএম says : 0
Good luck
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন