বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘যানজটে দৈনিক ১২ লাখ কর্মঘণ্টা নষ্ট’

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১২ মে, ২০১৯, ১২:০৪ এএম

ঢাকা শহরের যানজট পৃথিবীর প্রথম স্থান অর্জন করেছে। এটি আমাদের জন্য কোনও সুখকর অর্জন নয়। ঢাকা শহরের যানজট এমন পর্যায়ে পৌঁছেছে যেÑ প্রতিদিন যানজটে পড়ে ১২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এতে বছরে অপচয় হচ্ছে ৩০ হাজার কোটি টাকা। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জ্যাম মুক্ত ঢাকা চাই’ নামের একটি সামাজিক সংগঠনের মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, বর্তমানে ঢাকায় যানবাহনের গতি ঘণ্টায় ৭ কিলোমিটার। এই গতি ক্রমান্বয়ে কমতে থাকবে। মাত্র সাত বছরের মধ্যে এ গতি হাঁটার গতির চেয়েও কমে যাবে। এ বিষয়ে এখন সচেতন না হলে আমাদের মহাবিপর্যয়ের মধ্যে পড়তে হবে। বক্তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতির জন্য সরকারই দায়ী। তাদেরই কিছু ভুল পদক্ষেপে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানববন্ধনে সংগঠনের সমন্বয়কারী নার্গিস জাহান, হাফিজা রহমান এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন