শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইসলামের ওপর আঘাত এলে জবাব দেবে হেফাজত

ফেনীতে আজিজুল হক ইসলামাবাদী

মো: ওমর ফারুক, ফেনী : | প্রকাশের সময় : ১২ মে, ২০১৯, ১২:০৪ এএম

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, আমাদের ক্ষমতার দরকার নাই, এমপি মন্ত্রী হওয়ার দরকার নাই। আল্লামা আহমদ শফী বলেছেন, আমরা কাউকে ক্ষমতায় বসাতে চাইনা নামাতেও চাইনা। পরিস্কার ভাষায় বলতে চাই ইসলামের গায়ে যদি আঘাত করার চক্রান্ত করা হয় তাহলে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা বসে থাকবেনা তার দাঁতভাঙ্গা জবাব দিতে সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন সন্ত্রাস ও জঙ্গীবাদের নামে মসজিদ মাদ্রাসা ও ওলামায়ে কেরামের প্রতি ভবিষ্যতে কোন ধরনের অপবাদ দেয়া হলে আল্লামা আহমদ শফী ২০১৩ সালে যেভাবে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন, পুনরায় আবার আন্দোলনের ডাক দিলে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা শাপলা চত্তরের মতো রক্ত দিয়ে এসব অপবাদের কঠোর জবাব দেবে। গত শুক্রবার ফেনী জেলা হেফাজতে ইসলামের আয়োজনে জামেয়া ইসলামীয়া মাদ্রাসায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ দেশে আইন সঠিকভাবে প্রয়োগ না করায় অপরাধ ব্যপকহারে সংগঠিত হচ্ছে। হেফাজতে ইসলাম সভাপতি মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুকের পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা মমিনুল হক, সেক্রেটারি মুফতী রহীম উল্লাহ কাসেমী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাসেম, সদর উপজেলা হেফাজতের সভাপতি জালাল উদ্দিন ফারুকী, ফুলগাজী উপজেলা সভাপতি মাওলানা হোসাইন আহমদ, সেক্রেটারি মুফতী আবুল কাসেম, ছাগলনাইয়া উপজেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা আনোয়ার উল্লাহ ভূইয়া প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন