বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

রোজা ইফতার করার নির্দিষ্ট ও উত্তম সময় কোনটি জানতে চাই?

আহমাদ ফেরদাউস
মাওনা, গাজীপুর

প্রকাশের সময় : ১২ মে, ২০১৯, ১২:২৭ এএম

উত্তর : সূর্যাস্ত হওয়ার পর মুহূর্তটিই রোজা ইফতার করার নির্দিষ্ট ও উত্তম সময়। এই মুহূর্তটি উপস্থিত হওয়া মাত্রই রোজা খুলে ফেলা অবশ্য কর্তব্য। এতে কোনোরূপ বিলম্ব করা, শৈথিল্য প্রদর্শন করা উচিত নয়। দেখা যায়, একশ্রেণীর লোক সূর্য অস্ত যাওয়ার পরও রোজা খুলতে বিনা কারণে দেরি করে। হয়তো কেউ মনে করে যে, এতে অধিক সওয়াব পাওয়া যাবে কিংবা এতে তাকওয়া প্রদর্শিত হবে। কিন্তু নবী করিম সা. বলেছেন, ‘আমার উম্মত যতদিন পর্যন্ত ইফতার ত্বরান্বিত করবে এবং সেহরী বিলম্বিত করবে ততদিন তারা কল্যাণ ও মঙ্গলময় হয়ে থাকবে।’ অপর এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সা. বলেছেন, রোজাদাররা যতদিন পর্যন্ত ইফতার ত্বরান্বিত করবে, ততদিন দীন ইসলাম সমুজ্জ্বল, সুস্পষ্ট, অম্লান ও বিজয়ী হয়ে থাকবে।’

মোটকথা, ইফতার ত্বরান্বিত করা রাসূলুল্লাহ সা.-এর আদর্শ ও নিয়ম। তাই মুসলমানদের উচিত তারই বাস্তব অনুসরণ করা।

প্রমাণপঞ্জি : মুসনাদে আহমাদ।
উত্তর দিয়েছেন : মুমতাজুল ফুকাহা এ কে এম ফজলুর রহমান মুনশী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Md. Jakariya ১৪ মে, ২০১৯, ৬:১৩ পিএম says : 1
আসসালামু আলাইকুম, আমি জানতে চাচ্ছি তারাবির নামাজ সটিক কয় রাকাত? একটু বুঝিয়ে বলবেন। অনেকে ৮রাকাত পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়, আর সমাজে ফিৎনা সৃষ্টি করতেছে।
Total Reply(0)
MD Zakir Hossain ২৩ মে, ২০১৯, ১২:০৪ পিএম says : 0
Islami prosno uttor amar khub valo laga
Total Reply(0)
Faridul Hoque ৫ আগস্ট, ২০১৯, ৫:৩৯ পিএম says : 0
তাহলে আমাদের দেশে সূর্যাস্ত ও ইফতারের সময়ের মধ্যে কয়েক মিনিটের পার্থক্য রাখার কারণ কী।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন