মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বিশেষ প্রশিক্ষণে ১৩ ডিসিপ্লিন, নেই অ্যাথলেটিক্স

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মে, ২০১৯, ৭:২৪ পিএম

দেশের ১৩টি ক্রীড়া ডিসিপ্লিনের খেলোয়াড়দের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এগুলো হলো- আরচ্যারি, কাবাডি, শ্যুটিং, ভলিবল, ভারোত্তোলন, হ্যান্ডবল, টেনিস, বাস্কেটবল, সাইক্লিং, সুইমিং, কারাতে, উশু ও তায়কোয়ান্ডো। তবে এগুলোর মধ্যে নেই অ্যাথলেটিকসের মতো গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন। যদিও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খতিয়ে দেখছে অ্যাথলেটিক্স সহ আরো কিছু ডিসিপ্লিনকে এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় আনা যায় কিনা। বিস্বস্ত সুত্রে জানা গেছে, প্রাথমিক তালিকায় থাকা ১৩ ডিসিপ্লিনের প্রশিক্ষণে নজর দেবে ক্রীড়া মন্ত্রণালয়। প্রত্যেক বছর অন্তর এই প্রশিক্ষণের মূল্যায়ন করা হবে। যেসব ফেডারেশন সঠিকভাবে কর্মসূচী বাস্তবায়ন করতে ব্যর্থ হবে, তাদেরকে বাদ দিয়ে নতুন খেলা অন্তর্ভূক্ত করা হবে এই প্রশিক্ষণ কর্মসূচীতে। আগামী জাতীয় বাজেটের আগেই বাছাইকৃত খেলাগুলোর জন্য একটি বাজেট নির্ধারণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন