শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কন্যাদের আউটডোর স্পোর্টসে আফ্রিদির ‘না’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৯, ৩:০২ পিএম

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি ‘গেম চেঞ্জার’ নামে সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীতে লিখেছেন, নিজের কন্যাদের কখনোই আউটডোর স্পোর্টসে অংশ নিতে দেবেন না।
নিজে একজন ক্রিকেটার হয়েও আনশা, আজওয়া, আসমারা এবং আকসা নামে তার চার কন্যাকে কেন আউটডোর স্পোর্টসে নিষিদ্ধ করলেন-তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এমনকি তার বইটি প্রকাশিত হওয়ার পর থেকেই নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। নিজ কন্যাদের বিষয়ে তার বক্তব্য, ‘আমার সিদ্ধান্তের ব্যাপারে নারীবাদীরা যে কোন কিছু বলতে পারে। তাদের (নিজ কন্যারা) যত দিন ইচ্ছা যে কোন ইভেন্টে ইনডোর স্পোর্টসে অংশ নিক। তবে সামাজিক ও ধর্মীয় কারণে তারা আউটডোর স্পোর্টসে অংশ নিতে পারবে না, আউটডোর নিষিদ্ধ।’
কন্যারা ‘খেলাধুলায় খুবই ভাল’ উল্লেখ করে আফ্রিদি আরো বলেন, ‘ছোট দুই মেয়ে আজওয়া এবং আসমারা খেলার পোষাক পরতে পছন্দ করে। তাদেরকে ইনডোরের যে কোন ইভেন্ট যতদিন চায়, খেলার অনুমতি দেয়া হয়েছে। তবে প্রকাশ্য কোন খেলায় আমার মেয়েরা প্রতিদ্বন্দ্বীতা করবে না।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন