শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মুক্তিযোদ্ধার সঙ্গে ‘ভুয়া’ লাগানো যাবে না

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৯, ৩:০৫ পিএম

মুক্তিযোদ্ধার আগে কোনোভাবেই ‘ভুয়া’ শব্দটি না লাগানোর বিষয়ে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এমনকি গণমাধ্যমের কেউ এটা করলে, তাকে তলব করার কথা বলা হয়েছে।

মঙ্গলবার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সংক্রান্ত মামলার শুনানিকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট এ নির্দেশনা দেন।

ভুয়া শব্দটি কেন ব্যবহার করা যাবে তার ব্যাখ্যাও দেন আদালত, ‘মুক্তিযোদ্ধা সনদ ভুয়া হতে পারে। কিন্তু, মুক্তিযোদ্ধারা কখনো ভুয়া নন। ভুয়া শব্দের ব্যবহারে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অসম্মান হয়। এজন্য এটি ব্যবহার করা যাবে না। একজন ভুয়া সনদধারীর কারণে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভুয়া বলা অযৌক্তিক।’

আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার উপস্থিত ছিলেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘শুনানিকালে আদালত স্পষ্ট করে বলেছেন- মুক্তিযোদ্ধাকে ভুয়া সম্বোধন করা যাবে না। কেউ করলে তাকে তলব করা হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন