বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মঠবাড়িয়ায় ইসলামী অর্থনীতি বিষয়ে সেমিনার

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ১২:০৩ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় ‘ইসলামী অর্থনীতি ও জাকাত শীর্ষক সেমিনার ও প্রশ্নোত্তর ২০১৯’ অনুষ্ঠিত হয়। মঠবাড়িয়া পৌর যুব সমাজের উদ্যোগে পৌর শহর মঠবাড়িয়ায় এই প্রথম আয়োজিত ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক বরিশাল দারুল আবরার মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা রফিকুল ইসলাম।
গত সোমবার বিকালে মঠবাড়িয়া কেএম লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহণ করেন মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান, দক্ষিণ বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহজালাল প্রমুখ।
অনুষ্ঠানে যাকাত সম্পর্কিত বিভিন্ন সরাসরি প্রশ্নের উত্তর দেন মুফতি মাওলানা রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক তরুন ও যুবক অংশ গ্রহণ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন