শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে তমদ্দুন মজলিসের আলোচনা সভা

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকায় ঐতিহাসিক ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন তমদ্দুন মজলিসের উদ্যোগে জাতীয় কবি নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আজ “নজরুল সাম্য ও সহাবস্থানের কবি” শীর্ষক এক আলোচনা সভা ও হামদ-নাত আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তমদ্দুন মজলিসের সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর এমাজউদ্দীন আহমদ ও বিশিষ্ট সংগীত ও সাহিত্য ব্যক্তিত্ব মুস্তফা জামান আব্বাসী। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করবেন ভাষা সৈনিক অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুর, শেখ দরবার আলম, প্রফেসর ড. আনোয়ারুল করিম, আবদুল আউয়াল ঠাকুর, মিন্টু রহমান, শিল্পী শবনম মুস্তারী, শফি চাকলাদার, কবি ম. মীজানুর রহমান, শাহাবুদ্দিন খান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন